বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৬:৪৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ও সংক্রমণ কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৪ লাখের বেশি মানুষের। এক দিনের হিসাবে বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে। গত কয়েক মাস ধরে মৃতের সংখ্যা গড়ে ১০ হাজার ছিল।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৭০৯ জন। এর আগের দিন করোনায় মারা যান ৯ হাজার ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৪৫১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ৯৩ হাজার ৪৫৫ জনের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, রোববার (১২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ লাখ ৩৮ হাজার ৫০২ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৮৫৫ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৩৯০ জন।