নবনির্বাচিত এমপি হাবিবকে জালালাবাদ এসোসিয়েশন সৌদি আরবের সভাপতির অভিনন্দন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২১, ৬:১২:০৭ অপরাহ্ন
সিলেট-৩ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জালালাবাদ এসোসিয়েশন সৌদি আরবের সভাপতি, মোহাম্মদ কাপ্তান হোসেন ইসলামী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী দক্ষিণ সুরমা উপজেলার কৃতিসন্তান আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন।
অভিনন্দন বার্তায় তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কর্মীবান্ধব হাবিবুর রহমান হাবিব এ আসনের সার্বিক উন্নয়নে সফল হবেন। কাপ্তান হোসেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের দীর্ঘায়ু কামনা করেন।