দেশে করোনায় গত একদিনে আরও ৪৮ জন মারা গেছেন, শনাক্তের হার ৭.০৩
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২১, ৫:৪৮:৩১ অপরাহ্ন
সিলেট অফিস : দেশে গত একদিনে করোনায় আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৮৮০ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫লাখ ২৮হাজার ৫৪২ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক শূন্য ৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৬৮ জন এবং এখন পর্যন্ত ১৪লাখ ৭৫হাজার ২৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ৮০০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮হাজার ৬৮৩ টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৯২ লাখ ২১ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক শূন্য ৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫১শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।