সিনোফার্ম দুই ডোজ টিকা নিয়ে মাল্টা পৌঁছে সিলেটের একজন জানালেন..
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৮:৫৪ অপরাহ্ন
মাল্টা
নিজস্ব প্রতিবেদক, সিলেট অফিস : ইউরোপের ২৬ দেশে সেনজেন ভিসায় যারা যাচ্ছেন, তারা যদি সিনোফার্মের টিকা নিয়ে যান, সেনজেন এলাকার দেশগুলোতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। গতকাল সিলেটের কামাল হোসেন মাল্টা পৌঁছে অনুপম নিউজ টোয়েন্টিফোর-কে জানালেন, সিনোফার্মের টিকা মাল্টায় অনুমোদিত নয় তাই তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রেখেছে দেশটি । তিনি সিনোফার্মের টিকা দুই ডোজ দুবাই থেকে নিয়ে, দুবাই থেকেই মাল্টায় ওয়ার্ক পারমিট পেয়ে গিয়েছেন।
সেনজেন ভিসায় যাওয়া যায় এমন ২৬ দেশের নাম হচ্ছে- অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, ল্যাটভিয়া, লিয়েসথেন্সটাইন, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মালটা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড।
তবে বাংলাদেশে সেনজেনভুক্ত ২৬টি দেশের মধ্যে মাত্র ৭টি দেশের অ্যাম্বাসি আছে। ৭টি দেশ হলো- সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, জার্মান, ইতালি, স্পেন ও সুইজারল্যান্ড। আর ১৫টি দেশের অ্যাম্বাসি বাংলাদেশে নেই তবে সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, জার্মান, ইতালি অ্যাম্বাসির সাথে যুক্ত হয়ে কাজ করে থাকে। আর হাঙ্গেরি, লিয়েসথেন্সটইন, লিথুনিয়া ও নেদারল্যান্ডসের অ্যাম্বাসি বাংলাদেশে নেই।
১৯৮৫ সালে লুক্সেমবার্গের সেনজেন শহরে একটি চুক্তি সাক্ষর করে এই ইউরোপীয় দেশগুলো। এটি মূলত ছিলো দেশগুলোকে একীভূত করে নানা উন্নয়ন কার্য সম্পাদন করার উদ্দেশে। এই চুক্তির ধারাবাহিকতায় সৃষ্টি হয় ‘সেনজেন ভিসা’। সেনজেন ভিসার মেয়াদ ৯০ দিনের। অর্থাৎ এ কয়দিনের মধ্যে বেড়ানো বা ব্যবসা সংক্রান্ত প্রয়োজনে ইউরোপ ঘুরে আসা যায়।
ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ECDC) প্রদত্ত তথ্য অনুসারে, বর্তমানে, ইউরোপীয় দেশগুলোতে ইউরোপীয় মেডিসিন এজেন্সির (EMA) অনুমোদন পাওয়া চারটি করোনা ভ্যাকসিন হলো, এ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না, জনসন এ্যান্ড জনসন। এ তথ্য ‘সেনজেন ভিসা ইনফো’-তে দেয়া আছে। এ চার টিকার দুই ডোজ নিয়ে যেতে হবে।