বৃটেনে ৩১ সন্ত্রাসী হামলার পরিকল্পনা শেষ মুহূর্তে নস্যাৎ করেছে এমআইফাইভ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৪:৩৯ অপরাহ্ন
এমআইফাইভ-র ডিরেক্টর জেনারেল ক্যান ম্যাকক্যালিউম
লন্ডন অফিস : গত চার বছরে ব্রিটেনে ৩১টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা একেবারে চুড়ান্ত পর্যায়ে পৌঁছার মুহূর্তে ব্যর্থ করে দিয়েছে এমআইফাইভ। যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ। প্রতিষ্ঠানটির ডিরেক্টর জেনারেল ক্যান ম্যাকক্যালিউম নিজেই এসব জানিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে।
গতকাল ১০ সেপ্টেম্বর বিবিসি রেডিও ফোরের সাথে ৯/১১ উপলক্ষে আলাপ করছিলেন ক্যান ম্যাকক্যালিউম।
প্রতিবেদনে প্রকাশ, তিনি বলেছেন, বেশিরভাগ পরিকল্পনাই করেছিল ‘ইসলামি উগ্রবাদীরা’। এর মধ্যে ছয়টি পরিকল্পনা একেবারে শেষ মুহূর্তে নস্যাৎ করা হয়েছে। তিনি বলেন, ‘‘আমি দুঃখিত, যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার সম্ভাবনা একটি বাস্তব ব্যাপার, যেকোনো সময় ঘটতে পারে’’।
ম্যাকক্যালিউম বলেন, সন্দেহ নেই যে আফগানিস্তান তালেবানের হাতে যাওয়া বৃটেনের চরমপন্থীদের উৎসাহিত করবে। তাই সেই ধরনের ঝুঁকির প্রতি আমার সংগঠন সজাগ আছে। সন্ত্রাসী হুমকিগুলো রাতারাতি পরিবর্তিত হয় না। কোনো ঘটনা সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা করতে পারে।