সিলেটে তিন মাসের মধ্যে একদিনে করোনা শনাক্তের হার সর্বনিম্নে, মৃত্যু ১
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২১, ১:৪৩:২২ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। আর সংক্রমণের হার গত তিন মাসের তুলনায় সর্বনিম্নে নেমে এসে হয়েছে শতকরা ৬.৩৮ ভাগ।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক প্রতিবেদন থেকে আরও জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ১০৫০ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের মধ্যে করোনার অস্তিত্ব পাওয়া যায়।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা এখন ১১২২ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৯৩১ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।
নতুন রোগীদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৪০ জন। সুনামগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে ১৯ জন ও হবিগঞ্জে ৩ জন করোনা রোগী মিলেছে।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১২০ জন। তাদের নিয়ে সুস্থ মানুষের সংখ্যা ৪৬ হাজার ১৫৬ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে ১৭১ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।