যতটা আশা করেছিলাম টিকার বিষয়ে ততটা হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২১, ৮:৪৫:৫৪ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ফাইল ছবি)
অনুপম নিউজ : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, টিকার বিষয়ে যতটা আশা করেছিলাম ততটা হয়নি।
বৃহস্পতিবার (৯ সেপ্টম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ধনী দেশগুলো করোনাভাইরাসের অনেক টিকা মজুত করে রেখেছে। এসব টিকার মেয়াদ শেষ হয়ে এলেও তা অন্যদের দিচ্ছে না তারা।’
তিনি ধনী দেশগুলোকে ইঙ্গিত করে আরও বলেন, ‘কখনো কখনো তারা টিকা দিচ্ছে কিছু একটার বিনিময়ে। এ জন্য তারা পরোক্ষভাবে চাপ দেয়।’