গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৮.৭৬, মারা গেছেন ৫৮ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২১, ৫:৪০:৫৯ অপরাহ্ন
অনুপম নিউজ : দেশে একদিনে করোনায় আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৭৯৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৮৮ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬১৭ জন এবং এখন পর্যন্ত ১৪ লাখ ৬৮হাজার ২১১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮০০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৪৯৫টি নমুনা সংগ্রহ এবং ২৯ হাজার ৫৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৯১ লাখ ৭৫ হাজার ৯১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৭৬ শতাংশ।