সিলেটে মারা গেলেন আরও ৭ জন, মোট সুস্থ হলেন ৪৬ হাজার, শনাক্তের হার ৭.৪৭
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২:০৬:৩৫ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক : মহামারি যদিও, তবু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে কোটি কোটি মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। সিলেট বিভাগেও আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় ৯৫০ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭.৪৭ ভাগ। একই সময় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭ জন আর সুস্থ হয়েছেন ২১৫ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৭১ জনের মধ্যে সিলেট জেলার ৪২, সুনামগঞ্জের ৪ হবিগঞ্জের ৫ ও মৌলভীবাজারের ২০ জন। এই ৭১ জনকে নিয়ে এ বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন মোট ৫৩ হাজার ৭৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৭ জনের মধ্যে সিলেট জেলার ৬ জন ও সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ১ জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১ হাজার ১২১ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২১ জন মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি ১৯২ জন।