মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা : আহত আরও একজন মারা গেছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৪১:৪২ অপরাহ্ন
সিলেট অফিস : কুলাউড়ার ভাটেরা রেল স্টেশনের অদূরে হোসেনপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের আহত যাত্রী আরেকজন বুধবার রাতে মারা গেছেন।
স্থানটি ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও আর কুলাউড়ার ভাটেরা রেল স্টেশনের মধ্যবর্তী (ভাটেরা থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে) কুলাউড়া থানাধীন হোসেনপুর। ঐ জায়গার রেলক্রসিংয়ে ৫ সেপ্টেম্বর রোববার একটি মাইক্রোবাসকে সিলেটমুখী পারাবত ট্রেনের ধাক্কা ঐদিনই ২ জন নিহত আর গুরুতর আহত কয়েকজনসহ মোট ৬ জন আহত হন। আহত হওয়া কামাল আহমদ (৩৫) সিলেট নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান। এ নিয়ে ঐ দুর্ঘটনায় ৩ জন নিহত হলেন।
বুধবার মারা যাওয়া কামাল আহমদ ঘটনার দিন মারা যাওয়া ফরিদ উদ্দিনের ভাই। তারা সিলেট শহরের আম্বরখানা এলাকার লোহারপাড়ার বাসিন্দা।
কামাল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাদের প্রতিবেশী রিজভী আহমেদ বলেন, দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার রাতে তিনি মারা যান।
ঐ ট্রেন দুর্ঘটনায় কামাল আহমেদের বড় ভাই লাবিব আহমদও গুরুতর আহত অবস্থায় নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এছাড়াও এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন- লিলি বেগম (৪০), রাবু বেগম (২০), রিজু (২০) ও জাহানারা বেগম (৫৪)।
হতাহতদের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দু’টি মাইক্রোবাসে করে কুলাউড়ার ভাটেরায় যাচ্ছিলেন সিলেট শহরের আম্বরখানা এলাকার এই পরিবারটি। দুপুর সাড়ে ১২টার দিকে ভাটেরা এলাকার হোসেনপুর গ্রামের প্রবেশের সময় দুর্ঘটনার শিকার হন।