ঢাকায় মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চলছে, আটক ১
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১০:২৬:২৭ অপরাহ্ন
অনুপম সংবাদদাতা : রাজধানী ঢাকার মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র্যাব-২। আজ ভোর থেকে বসিলার ওই বাড়ি ঘিরে রাখে র্যাব সদস্যরা। সকাল ৭টার দিকে ওই বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেন তারা।
এ তথ্য জানান র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
জানা গেছে, আজ ভোরে মোহাম্মদপুর চার রাস্তার মোড় থেকে বসিলা ব্রিজের আগে ডান পাশে একটি গলির দুইশ গজ দূরে সাদা রঙের একটি চারতলা ভবন জঙ্গি আস্তানা সন্দেহে চারপাশে অবস্থান নেয় র্যাব সদস্যরা। এরপর সকাল সাড়ে ৭টার দিকে ভবনটির দুইতলা থেকে একজনকে বের করে আনা হয়। ভবনটির আশপাশের এলাকা নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলেছেন র্যাব সদস্যরা। এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে এবং স্থানীয়দেরও ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভবনটির ভেতরে এখন র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও ফরেনসিক টিম অভিযান পরিচালনা করছে।





