আমি কাজের মানুষ, আমার কাছে কাজ নিয়ে আসুন : পরিকল্পনামন্ত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২১, ৯:১১:১৮ অপরাহ্ন
অনুপম সংবাদদাতা : ‘‘আমাকে আপনারা কাজ দেখিয়ে দিন, আমার কাছে কাজ নিয়ে আসুন। যৌক্তিক সব কাজ আমি করে দেবো। আমি কাজের মানুষ। শান্তিগঞ্জ উপজেলায় অনেক কাজ হয়েছে, আরও হবে। পাগলা বাজারের উত্তরাংশ থেকে কাদিপুর পর্যন্ত ব্রিজ হবে, স্কুলগুলোতে নতুন নতুন ভবন হচ্ছে; আরও হবে’’ বললেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
তিনি আরও বলেন, ‘‘রেল লাইনের কাজ হবে। প্রায় ৪ কোটি টাকা খরচা করে পাগলা-বীরগাঁও সড়কের কাজ শুরু হবে। উপজেলায় নতুন নতুন রাস্তা হবে। পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের ভবন হবে। পাগলা বাজারের সংস্কারও করা হবে। আমার কাছে কাজের জন্য কাগজ পাঠান। শেখ হাসিনা কাজ দেওয়ার জন্য ঢাকায় বসে আছেন। আপনাদের প্রতিনিধি হিসেবে আমি আপনাদের জন্য শেখ হাসিনার কাছ থেকে কাজ নিয়ে আসবো।’’
বুধবার বিকালে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি।
এর আগে পশ্চিম পাগলা ইউনিয়নবাসীর পক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছে নানান দাবি তুলে ধরেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক। তার পরিচালনায় সেখানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি আবদুল হেকিম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরি টপ্পা, উপজেলা তাঁতীলীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদারসহ পশ্চিম পাগলা ইউনিয়নের বাস, ট্রাক, রিকশা, সিএনজি, লেগুনার শ্রমিকবৃন্দ।