পর্তুগাল বাংলা প্রেস ক্লাব ও সোশ্যাল ওয়েলফেয়ারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২১, ৭:১২:১৯ অপরাহ্ন
পর্তুগাল প্রতিনিধি: পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার জন্য সোমবার ৬ সেপ্টেম্বর লিসবনের একটি রেস্টুরেন্টে সামাজিক সংগঠন বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সঙ্গে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নেতৃবৃন্দ সংগঠনটির বিগত ৫ বছরে তাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এবং পর্তুগালে নতুন আসা প্রবাসীদের অভিবাসনের প্রয়োজনীয় পরামর্শ এবং কার্য সম্পাদনসহ তাদের বাসস্থান, কাজের সুযোগসহ বিভিন্ন কর্মকাণ্ডে তাদেরকে সহযোগিতার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। ।
পর্তুগালে বসবাসরত প্রবাসী তরুণ ও যুবকদের জন্য বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডের ব্যবস্থা যেমন ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা সফরের আয়োজন করা এবং তা সামনের দিনেও বজায় থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতারা। পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সদস্যরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া তারা পর্তুগালের বাংলাদেশি নেতৃত্বাধীন সামাজিক সংগঠনগুলোর গঠনমূলক কাজে আরো বেশি এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি তাহের আহমেদ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য, কমিউনিটির প্রবীণ ও স্থানীয় সোশ্যালিস্ট পার্টি নেতা আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের অ্যাসেম্বলি সদস্য পদপ্রার্থী রানা তাসলিম উদ্দিন, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসহ পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতারা।