৭ মাত্রার ভূমিকম্প মেক্সিকোতে, ১৬ লাখ বাসিন্দা বিদ্যুৎবিহীন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২১, ৬:২৯:১৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গেরেরোর আকাপুলকো।
রাজ্যের গভর্নর এক্তোর আস্তুদেইও জানিয়েছেন, মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) রাতে এ ভূমিকম্পে খুঁটি উপড়ে পড়ে একজন নিহত হয়েছেন।
ভূমিকম্পে পাথর ধসে পড়ে ও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে কম্পন শুরু হতেই লোকজন বাড়ির বাইরে বেরিয়ে যায়। এ সময় চারপাশের পাহাড়গুলো কেঁপে ওঠে। উপড়ে পড়ে বহু গাছ।
ভূমিকম্পের কারণে গেরেরোসহ সংলগ্ন বেশ কয়েকটি রাজ্যে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। এসব রাজ্যের প্রায় ১৬ লাখ বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে রয়েছেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়াল লোপেজ ওব্রাদর জানান, ভূমিকম্পে গেরেরো ও এর সংলগ্ন রাজ্য ওয়াহাকা, মেক্সিকো সিটি এবং অন্য কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তবে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতি বিষয়ে কিছু নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূপৃষ্ঠের মাত্র ১২ মাইল গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।