তালেবানের তত্ত্বাবধায়ক সরকারকে এখনই স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২১, ৫:৩৪:৩২ অপরাহ্ন
আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবন, কাবুল।
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকারকে বাংলাদেশ এখনই স্বীকৃত দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ বুধবার এই কথা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশটির উন্নয়নে জাতিসংঘ ও ইইউ উদ্যোগ নিলে তাতে সমর্থন করবে ঢাকা।