বড়লেখা : ৫১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৯:৫৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে র্যাব ৫১০ পিস ইয়াবাসহ মো. মাহবুবুর রহমান (৬৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের সুড়িকান্দি এলাকায় এ অভিযান হয়।
গ্রেপ্তার মো. মাহবুবুর রহমান সুড়িকান্দি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
মঙ্গলবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, সোমবার দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, স্পেশাল কোম্পানী (ইসলামপুর, সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের সুড়িকান্দি এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মো. মাহবুবুর রহমান পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা তাকে আটক করে এবং তার হেফাজত থাকা ৫১০ পিস ইয়াবা উদ্ধার করে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে বড়লেখা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।