কানাডার নির্বাচন : জাস্টিন ট্রুডোর উপর পাথর ছুঁড়েছে টিকার বিরুদ্ধে আন্দোলনকারীরা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২১, ৯:২৬:১১ অপরাহ্ন
ওন্টারিও-তে গতকাল নির্বাচনী ক্যাম্পেনে জাস্টিন ট্রুডো। সাথে তার ডেপুটি ক্রিস্টিয়া ফ্রিলান্ড।
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো উপর হাত-ভরা নুড়ি পাথর ছুঁড়ে মেরেছে করোনার টিকার বিরুদ্ধে আন্দোলনকারীরা।
স্থানীয় সময় মঙ্গলবার একটি অনুষ্ঠান থেকে তার জন্য নির্ধারিত বাসে ফেরার পথে তিনি এই হামলার শিকার হন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
অন্টারিওর লন্ডনে একটি বিয়ার কারখানা থেকে ফেরার পথে ট্রুডোর উপর নুড়ি পাথর ছোঁড়া হয়। তবে তিনি ভালো আছেন।
করোনা পরিস্থিতি নিয়ে বেশ অস্বস্তিকর অবস্থায় আছেন কানাডার প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে প্রায়ই। এ অবস্থায় নির্বাচনের একটি প্রচারণার কার্যক্রম বন্ধ করতে হয়েছে তাকে।
জাস্টিন ট্রুডো সাংবাদিকদের বলেছেন, তার কাঁধে আঘাত লেগেছে।
ঘটনাস্থলে উপস্থিত একজন সাংবাদিক জানান, গণমাধ্যমের বাসে থাকা দুইজন সংবাদকর্মীর উপরও নুড়ি-পাথর ছোঁড়া হয়। তবে তারা আহত হননি।