ব্রাজিল সিনোভ্যাকের ১ কোটি ২১ লাখ ডোজ টিকা স্থগিত করেছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২:১৭:০৬ অপরাহ্ন
সিনোভ্যাকের পেকেজিং ফ্যাসিলিটিজে কাজ করছেন একজন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : অননুমোদিত এক কারখানায় তৈরি বলে ব্রাজিলের ফেডারেল স্বাস্থ্য নিয়ন্ত্রণ সংস্থা ‘আনভিসা’ চীনের সিনোভাকের উদ্ভাবিত কোভিড টিকার এক কোটি ২১ লাখ ডোজ ব্যবহার স্থগিত করেছে। সংস্থাটি শনিবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যমে এ খবর।
আনভিসা জানিয়েছে, সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট শুক্রবার তাদেরকে এ ব্যপারে জানানোর পর তারা সতর্কতার অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে। টিকা স্থানীয়ভাবে ভায়ালসে ভরে প্যাকেটজাত করার জন্য বুটানটান ইনস্টিটিউট সিনোভ্যাকের সঙ্গে চুক্তিবদ্ধ।
সিনোভ্যাকের পক্ষ থেকে ব্রাজিলে পাঠানো টিকার ২৫টি ব্যাচ অর্থাৎ এক কোটি ২১ লাখ ডোজ ওই কারখানায় তৈরি করা হয়েছে জানিয়ে আনভিসা বলেছে, তারা ওই উৎপাদন ইউনিটটি পরিদর্শনও করেনি এবং এসব টিকার জরুরি ব্যবহারের অনুমোদনও দেয়নি।
আনভিসা জানিয়েছে, এসব টিকা নিয়ে কোনো মানুষ যাতে সম্ভাব্য ঝুঁকির মুখে না পড়েন, তাই সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে তারা এই স্থগিতাদেশ দিয়েছে।