ভ্যাকসিন পাসপোর্ট : ইংল্যাণ্ডে শুরু হচ্ছে চলতি মাসে, টরি এমপিগণ, স্কটল্যাণ্ড ও ওয়েলসে বিরোধিতা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১০:১১:৪২ অপরাহ্ন
ভ্যাকসিন মিনিস্টার নাজিম জাহাভি (ফাইল ছবি)
অনুপম লন্ডন অফিস: কভিড-১৯ মহামারি থেকে সুরক্ষার জন্য যাদের ভ্যাকসিনের দুই ডোজ দেওয়া আছে তাদেরকে ভ্যাকসিন পাসপোর্ট দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে চলতি মাসের শেষের দিকে ইংল্যাণ্ডে। নাইটক্লাবসহ ইন্ডোর বড় আয়োজনে এ ভ্যাকসিন পাসপোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে। যদিও কভিড রিকভারি গ্রুপের টরি এমপিগণ এ পরিকল্পনার বিরোধী। স্কটল্যাণ্ড ও ওয়েলসে-ও এ কার্যক্রমের বিরোধিতা করা হচ্ছে।
গতকাল ৫ সেপ্টেম্বর বিবিসির সাথে এক সাক্ষাৎকারে ইংল্যাণ্ডে ভ্যাকসিন মিনিস্টার নাজিম জাহাভি বলেন, ‘‘যাদের ভ্যাকসিনের দুই ডোজ দেওয়া আছে তাঁরাই এই ভ্যাকসিন পাসপোর্ট পাবেন। ইন্ডোর গেইম্স, নাইট ক্লাব, ফুটবলের বড় ম্যাচ এবং বড় ধরনের আয়োজনে সহজে প্রবেশ করার জন্য ভ্যাকসিন পাসপোর্ট দেখাতে হবে। ইন্ডোরে যে কোন বড় অনুষ্ঠানে প্রবেশ করতে হলে অবশ্যই ভ্যাকসিন পাসপোর্ট দেখাতে হবে। এই ভ্যাকসিন পাসপোর্ট সাথে রাখতে হবে। যাতে সহজে প্রমানিত হয় দুই ডোজ ভ্যাকসিন দেওয়া আছে। এতে আপনি যেমন সুরক্ষিত হবেন তেমনি অপর জনও সুরক্ষা পাবেন। ১৮ বৎসরের বেশি বয়সীরা এই ভ্যাকসিন পাসপোর্ট অতি সহজে পাবেন”।
তিনি আরও বলেন, ‘‘আমরা নতুন করে আর করোনাভাইরাসে আক্রান্ত হতে চাই না তাই এ থেকে সুরক্ষার জন্য সরকার যেসব কার্যক্রম হাতে নিয়েছে সবাইকে সেই নিয়মনীতি মেনে চলা দরকার”।
ওদিকে নাইট টাইম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বলেছে, ভ্যাকসিন পাসপোর্টের পরিকল্পনা শিল্পকে পঙ্গু করতে পারে। নাইট ক্লাবগুলো বৈষম্যমূলক মামলা মোকাবেলা করতে হতে পারে।
এই ভ্যাকসিন পাসপোর্ট পরিকল্পনার বিরোধিদের তালিকায় কোভিড রিকভারি গ্রুপের টরি এমপিরা রয়েছেন। পাশাপাশি লিবারেল ডেমোক্রেটরা-ও, যাদের নেতা এড ডেভির মতে এই ভ্যাকসিন পাসপোর্ট বিভেদ সৃষ্টি করবে, অনর্থক কাজ, ব্যায়বহুল।
এছাড়া, স্কটিশ লেবার এই মাসের শেষের দিকে স্কটল্যান্ডে নাইটক্লাব এবং অনেক বড় ইভেন্টে প্রবেশের জন্য ভ্যাকসিন পাসপোর্ট পরিকল্পনা সমর্থন করতে অস্বীকার করেছে।
স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন বলেন এই ভ্যাকসিন পাসপোর্টের মাধ্যমে মানুষের সুরক্ষা খুব উল্লেখযোগ্য কিছু হবে না।
উত্তর আয়ারল্যাণ্ড ভ্যাকসিন পাসপোর্টের পক্ষে না বিপক্ষে এখনও পরিস্কার কিছু বলে নি। সুত্র : স্কাইনিউজ, বিবিসি