করোনায় সিলেটে আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮১ জন, সুস্থ হয়েছেন ২৯৭ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১:০২:০৮ অপরাহ্ন
সিলেট অফিস : গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৯ জন মারা গেলেন সিলেট বিভাগে। এ সময়ে নতুন আরও ৮১ জন করোনারোগী শনাক্ত হয়েছেন এ অঞ্চলে।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত ৯ জনের মৃত্যু হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনসহ সবাই মারা গেছেন সিলেট জেলায়।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে ওসমানী হাসপাতালে ১৪ জনসহ ৩৬ জন সিলেটের। এছাড়া সুনামগঞ্জের ১৩, মৌলভীবাজারের ২০ জন ও হবিগঞ্জের ১২ জন রয়েছেন।
গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৯৭ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২২২ জন করোনারোগী চিকিৎসাধীন।