জুড়ীতে আদিবাসী প্রবাসীর বাড়িতে ডাকাতি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৫:২২ অপরাহ্ন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে সংখ্যাগরিষ্ঠ (আদিবাসী) আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটে নিয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানা গেছে, গেল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের ছোট ধামাই গ্রামের আমেরিকা প্রবাসী রাজ কিশোর সিংহের বাড়ির বসতঘরে ডাকাতির এ ঘটনা ঘটে।
রাজ কিশোর সিংহের বড় ছেলে চন্দ্র কিশোর সিংহ জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে ৭ থেকে ৮ জনের মুখোশধারী দল আমাদের বসত ঘরের কেচি গেইটের তালা ভেঙে আমার ছোট ভাই বিমল সিংহ (৩৫) এর ঘরে প্রবেশ করে, তাকে বেঁধে দেশীয় অস্ত্রের মুখোমুখি জিম্মি করে মৃত্যুর ভয় দেখিয়ে তার ব্যবসার জন্য রক্ষিত প্রায় ৭০/৮০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও বাবার বাটম মোবাইল ফোন এবং বাবার দুইটি পাসপোর্ট ( পুরাতন এবং নতুন) আমেরিকান পিআর কার্ডসহ নিয়ে যায়।
জুড়ি থানার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়েই জুড়ি থানা পুলিশ ও সার্কেল অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবারে ভুক্তভোগীরা অভিযোগ দায়ের করেছেন, অভিযোগের পরিপেক্ষিতে তদন্ত করা হচ্ছে।