যুক্তরাজ্য কৃষক লীগের সদস্য সচিব এম এ আলীর বড় ভাইয়ের ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৮:০৬ অপরাহ্ন
লন্ডন অফিস : দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের মিরেরচক গ্রামের যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য কৃষক লীগের সদস্য সচিব এম এ আলীর বড় ভাই ইস্ট লন্ডনের পপলার এলাকার বাসিন্দা আব্দুল রউফ ৪ সেপ্টেম্বর সকালে তাঁর নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বৎসর। তিনি ২ ছেলে ১ মেয়ে ও স্ত্রীসহ অনেক আত্মীয় রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর রূহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়ার আবেদন করা হয়েছে।