হাবিব সিলেট-৩ আসনের এমপি হওয়ায় রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের বিশেষ সভা ও মিষ্টিমুখ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১০:০৬:১৭ অপরাহ্ন
লন্ডন অফিস : সিলেট-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে (ফেঞ্চগঞ্জ, দক্ষিণ সুরমা এবং বালাগঞ্জ) আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিউবারি পার্কের লেসউড ড্রাইভের অ্যাপল রিয়েল স্টেটে আরসিটি-র এক বিশেষ বৈঠক ডাকা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আরসিটি সভাপতি এবং আগামী কাউন্সিল নির্বাচনে রেডব্রিজের চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের কাউন্সিলর প্রার্থী, মোহাম্মদ অহিদ উদ্দিন ।
সভার শুরুতে নিউবারি পার্ক মসজিদের দ্বিতীয় ইমাম মাওলানা মওদুদ আহমেদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং হাবিবুর রহমান হাবিবের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে মোনাজাত করেন। সভাশেষে আমন্ত্রিতদের মিষ্টিমুখ করানো হয়।
এ সভায় বক্তারা বলেন, আমাদের সহকর্মী হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ জাতীয় সংসদে সিলেট-৩ আসন থেকে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার এ বড় মাপের বিজয়ে আমরা যুক্তরাজ্য প্রবাসীরা আনন্দিত ও গর্বিত।
সভার সভাপতি অহিদ উদ্দিন বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের প্রিয় সহকর্মী হাবিবুর রহমান হাবিব তার নির্বাচনী এলাকার জনগণের সার্বিক কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং প্রয়াত মাহমুদ-উস-সামাদ কয়েস এমপির অসমাপ্ত কাজসমূহ শেষ করবেন।
আরসিটির সভাপতি অহিদ উদ্দিন আশা প্রকাশ করে আরও বলেন, হাবিব যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অনাবাসী বাংলাদেশীদের নানা সমস্যা সমাধানে বাংলাদেশ জাতীয় সংসদে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
সভায় বক্তব্য রাখেন আনোয়ার উদ্দিন, আফসার হুসাইন আনাম, শাহীন চৌধুরী, মাহবুব হোসেন রুনু, নিয়াজ চৌধুরী শুভন, গোলাম মোহাম্মদ রফিক, জয়নুল চৌধুরী, এমদাদ আহমেদ, আবুল কালাম, ফারুক উদ্দিন, নাজিম উদ্দিন, এএইচ ফারুক, মারুফ, জহির উদ্দিন গাউস (আরসিটি সদস্য), আতিকুর রহমান, টিপু, ওসমান রাব্বি, নাঈমুর রহমান এখলাস, মঈন উদ্দিন আনসার, আব্দুল হক আবু, নূরুল ইসলাম, নেসওয়ার আলী, আব্দুল বাসিত, জয়েন শেখ, সোয়েব আফজল প্রমুখ।