নবনির্বাচিত এমপি হাবিবকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের অভিনন্দন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২১, ৮:৩৬:০৩ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট-৩ আসনের উপনির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত এমপি আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন সিলেট-১ আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
শনিবার (৪ সেপ্টেম্বর) এক অভিবনন্দনবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট-৩ আসনের জনসাধারণ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকেই মূল্যায়ন করেছেন এবং ভোটাররা নৌকার প্রার্থীর পক্ষেই রায় দিয়েছেন। হাবিবুর রহমান হাবিব বয়সে তরুণ। তিনি কর্মীবান্ধব এক নেতা তাই তিনি তাঁর নির্বাচনী এলাকায় অভূতপূর্ব উন্নয়ন ঘটাবেন।
তিনি বলেন, মানুষের এখন উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। মানুষ বুঝতে পেরেছেন যে- শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। তাই শনিবার দিনভর সিলেট-৩ আসনের ভোটাররা নৌকা মার্কায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। হাবিবের হাত ধরে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে উন্নয়নের জোয়ার অব্যাহত থাকবে।



