ঢাকা-কলকাতা রুটে বিমান চলাচল শুরু আজ থেকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২১, ৭:৫৯:৩৬ অপরাহ্ন
অনুপম নিউজ : এয়ার বাবল চুক্তির আওতায় ঢাকা-কলকাতা রুটে বিমান চলাচলের সুচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল রোববার (৫ সেপ্টেম্বর) থেকে এই রুটে বিমানের ফ্লাইট পরিচালনা হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, আগামীকাল ৫ সেপ্টেম্বর ঢাকা-কলকাতা-ঢাকা রুটে এবং ৮ সেপ্টেম্বর ঢাকা-দিল্লি-ঢাকা রুটে বিমানের ফ্লাইট সূচি ঘোষণা করা হয়েছে। এছাড়াও ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার এবং ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে প্রতি রোববার ও বুধবার বিমানের ফ্লাইট পরিচালনা হবে।
এরআগে শুক্রবার রাতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া এক নির্দেশনায় বলা হয়েছে, এয়ার বাবল চুক্তির আওতায় দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাব গ্রহণ করেছে বেবিচক। ফলে দুই দেশের মধ্যে ফ্লাইট চালু হচ্ছে বলে ওই নির্দেশনায় বলা হয়।
এর আগে গত ২৮ আগস্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, ভারতের সঙ্গে এয়ারবাবল চুক্তির আওতায় গত ৩ সেপ্টেম্বর থেকে দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হবে। কিন্তু পরে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, করোনায় স্বাস্থ্য প্রটোকল এবং এয়ার লাইসেন্সগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে না দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বিমান চলাচল। অবশেষে আজ থেকে শুরু হলো।