হাবিবুর রহমান হাবিব সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের অভিনন্দন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২:০২:৫৪ অপরাহ্ন
লন্ডন অফিস : সিলেট-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে (ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা এবং বালাগঞ্জ) আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের ( আরসিটি) সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক ফানু মিয়াসহ ট্রাস্টির সদস্যবৃন্দ।
এক অভিনন্দন বার্তায় আরসিটি কর্মকর্তারা বলেন, উক্ত আসনে হাবিবুর রহমান হাবিবকে বিপুল ভোটে নির্বাচিত করায় আমরা এ নির্বাচনী এলাকার জনসাধারণকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
বার্তায় আরসিটি কর্মকর্তারা বলেন, হাবিব উক্ত আসনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় এটা প্রমাণ করে যে, তিনি অতীতে এমপি না হয়েও এলাকার গণমানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি।
অভিনন্দন বার্তায় অন্যান্যের মধ্যে স্বাক্ষর করেন, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সাধারণ সম্পাদক ফানু মিয়া, কোষাধ্যক্ষ আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আফসর হুসাইন এনাম, মাহবুব হোসেন রুনু, নিয়াজ চৌধুরী, শাহীন চৌধুরী, গোলাম মো. রফিক, জয়নুল চৌধুরী, এমদাদ আহমেদ, আবুল কালাম, ফারুক উদ্দিন, এ.এইচ ফারুক, মারুফ, টিপু, জহির উদ্দিন গাউস, ওসমান রাব্বি প্রমুখ।