সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপি হাবিবকে বিকল্পধারা যুক্তরাজ্য শাখার অভিনন্দন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২১, ৫:৩০:০০ অপরাহ্ন
লন্ডন অফিস : সিলেট-৩ আসনের উপ-নির্ববাচনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমানকে বিকল্পধারা যুক্তরাজ্য শাখার সভাপতি অহিদ উদ্দিনের অভিনন্দন জানিয়েছেন।
এক বিজ্ঞপ্তিতে সিলেট-৩ আসনে (ফেঞ্চগঞ্জ, দক্ষিণ সুরমা এবং ওসমানী নগর) উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় বিকল্পধারা যুক্তরাজ্য শাখার সভাপতি ও আগামী বছর লন্ডনের চার্চফিল্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচনে লিবডেম প্রার্থী মো. অহিদ উদ্দিন এবং বিকল্পধারা যুক্তরাজ্য শাখার নেতারা প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ।
এক অভিনন্দন বার্তায় বিকল্পধারার নেতা অহিদ উদ্দিন বলেন, হাবিবুর রহমান হাবিব গত দুই দশক ধরে তার নির্বাচনী এলাকার জনগণের সেবা করে আসছেন এবং পুরস্কার হিসেবে জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে।
অভিনন্দন বার্তায় যুক্তরাজ্য বিকল্পধারা এবং লিবডেম নেতা অহিদ উদ্দিন আশা প্রকাশ করে আরো বলেন, আমরা বিশ্বাস করি, হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হওয়ায় এলাকার গণমানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তার পূর্বসূরি মরহুম মাহমুদ উস সামাদের অসমাপ্ত কাজ শেষ করতে সক্ষম হবেন।
অভিনন্দন বার্তায় স্বাক্ষরকারী অন্যান্য নেতারা হলেন, বিকল্পধারা যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক ফজলুল হক, সহ-সভাপতি মিছবাহ জামাল, সহ-সভাপতি ফায়জুল হক, শাহীন চৌধুরী, আনোয়ার উদ্দিন, জয়নুল চৌধুরী, আমরান চৌধুরী, ফারুক চৌধুরী, ওসমান রাব্বী প্রমুখ।