করোনায় মৃত্যু মাত্র ১ সিলেটে, নতুন আক্রান্ত ৯৩, সুস্থ হয়েছেন ১০৯ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২১, ৪:৪৪:৫৫ অপরাহ্ন
সিলেট অফিস : গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মাত্র একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৯৩ জনের শরীরে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৩৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৩ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ৯৩ জনের মধ্যে ৪৭ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১৩ জন, হবিগঞ্জের ১৪ জন এবং মৌলভীবাজার জেলার ১৯ জন।
বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ২৯৬ জনের মধ্যে সিলেট জেলায় ৩২ হাজার ৮৩১ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১৩৭ জন, হবিগঞ্জে ৬ হাজার ৫০৫ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৮২২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ১০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১০৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৯১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯০০ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।