বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আইয়ুব আলী নিহত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২১, ৪:৩৩:৩১ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট-বিয়ানীবাজার সড়কের জলঢুপ এলাকায় সড়ক দুর্ঘটনায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক, ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালীন সিলেট জেলা সভাপতি মাওলানা আইয়ুব আলী নিহত হয়েছেন।
বুধবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাস্তার পাশে রক্তাক্ত মাওলানা আইয়ুব আলীর লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দেন।
লাশের কাছাকাছি একটি লাল রঙের রেজিস্ট্রেশন (সিলেট-ল ১১-৪৮৭০) পালসার মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। নিহতের বাড়ি বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের ধারণা, বিপরীত দিক থেকে আসা কোন ঘাতক যানবাহন ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান। তার মাথা থেতলে রাস্তায় রক্ত ও মস্তিকের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়েছে।