কাশ্মীর বা পৃথিবীর যেকোনো প্রান্তের মুসলমিদের পক্ষে কথা বলবে তালেবান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২১, ৮:৩৫:৩৯ অপরাহ্ন
তালেবান মুখপাত্র সুহাইল শাহিন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেছেন, কাশ্মীর, ভারত বা পৃথিবীর যেকোনো প্রান্তের মুসলিমদের হয়ে কথা বলার অধিকার মুসলিম হিসেবে আমাদের আছে। আমরা অবশ্যই কথা বলবো। মুসলিমরাও আপনাদের দেশেরই মানুষ, আপনাদেরই নাগরিক। আপনাদের আইনেই তাদের সমান অধিকারের কথা বলা আছে।
গতকাল বৃহস্পতিবার বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এ সব কথা বলেন তালেবানের এই মুখপাত্র।
আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে আসার পর থেকেই ভারতের ভয় আফগানিস্তান হয়তো ভারতবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হবে। এবার সেই ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে তালেবানের এক মুখপাত্রের বক্তব্য।
কেননা গত ১৫ আগস্ট কাবুল দখল করার কয়েকদিন পর তালেবান জানিয়েছিল, কাশ্মীর একটি ‘দ্বিপাক্ষিক ও অভ্যন্তরীণ বিষয়’।
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলছেন, ভারতের লক্ষ্য হলো আফগানিস্তানের মাটি যাতে কেনোভাবে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে না পারে তা নিশ্চিত করা।