ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছকে বহিস্কার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২১, ৫:২২:১৪ অপরাহ্ন
সংবাদদাতা : সিলেটে জেলা আওয়ামীলীগের আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি সদ্য প্রয়াত এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দল থেকে তাকে বহিস্কারের ঘোষণা দেওয়া হয়।
জানা যায়, দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের উপ-দফতর সম্পাদক মো.মজির উদ্দিন।



