শীঘ্রই আরও আফগান মিত্রদের উদ্ধারের ফ্লাইট শুরু হবে : বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১:১২:৩১ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : কাতারের নেতাদের সঙ্গে আলোচনার পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, আফগানিস্তান থেকে প্রত্যাবাসন ফ্লাইট ‘নিকট ভবিষ্যতে’ আবার শুরু হতে পারে।
গতকাল তিনি কাতারে সে-দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, আরও ব্রিটিশ নাগরিক এবং আফগান মিত্রদের আফগানিস্তান ছাড়ার অনুমতি দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
কাবুল বিমানবন্দর কবে পুনরায় চালু হতে পারে জানতে চাইলে মি: রাব বলেন, ‘মনে হচ্ছে এটা চালু হতে বেশি দেরি হবে না’।
গত সপ্তাহে মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুল বিমান বন্দর অচল অবস্থায় আছে।
রাবের কাতারি প্রতিপক্ষ বলেছিলেন, তিনি ‘আগামী কয়েক দিনের মধ্যে’ এটি পুনরায় চালু হওয়ার বিষয়ে ‘সুসংবাদ’ আশা করেন।
শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-থানি যোগ করেছেন, কাতার তালেবানের সাথে কাজ করছে যাতে তা ‘যত তাড়াতাড়ি সম্ভব’ চালু করা যায়।
উপসাগরীয় দেশ কাতারে আট বছর ধরে তালেবানের রাজনৈতিক কার্যালয়। ওখান থেকে পশ্চিম ও তালেবান গোষ্ঠীর মধ্যে প্রধান সংযোগ রচনার সুযোগ দিয়ে আসছে কাতার।
দোহায় রাজনীতিকদের সঙ্গে বৈঠকের পর কথা বলার সময় মি রাব বলেন, যুক্তরাজ্য তালেবানকে স্বীকৃতি দেবে না।
কিন্তু তিনি বলেন, এই গ্রুপের সাথে ‘সরাসরি সম্পৃক্ততা’ প্রয়োজন, যাতে ইউকে নাগরিক এবং আফগান মিত্ররা আফগানিস্তান ত্যাগ করতে পারে।