বন্যার কবলে নিউইয়র্ক, ৪৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২১, ৯:৩৯:৩৬ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : বন্যায় দিশাহারা নিউইয়র্ক সিটির মানুষ। ৪৬ জন মানুষ মারা গেছেন প্লাবনের স্রোতে পড়ে। এরইমধ্যে দেশটির আবহাওয়া অধিদপ্তর নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা করে।
এ ব্যাপারে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, হারিকেন ‘আইডা’র প্রভাবে নিউইয়র্ক সিটির সাবওয়ে স্টেশনগুলো বন্যার কবলে পড়ে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আবহাওয়া পরিষেবা থেকে বুধবার রাতে টুইট বার্তায় জানানো হয়, বন্যার কারণে ম্যানহাটান, ব্রুকলিন ও কুইন্সের কিছু অংশে রাত সাড়ে ১১টা পর্যন্ত জরুরি সতর্কতা ছিলো।
ওই বার্তায় বলা হয়, স্থানীয়রা যাতে বন্যার মধ্যে বাইরে চলাফেরা বা গাড়ি চালানো থেকে বিরত থাকে এবং নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
উল্লেখ্য, স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইডা। ঝড়টি ক্যাটাগরি ফোর হিসেবে নিউ অরলিন্সের এক’শ মাইল দক্ষিণে লুইজিয়ানা উপকূলের ফোর্ট ফরচুনে ঘণ্টায় ১১০ মাইল বেগে আঘাত হানে।
ঝড়টি পরে উত্তরদিকে বয়ে যায় এবং এর প্রভাবে টর্নেডো ও ব্যাপক বন্যা দেখা দেয়।