সিলেটে পীর হবিবুর রহমান পাঠাগার পুনঃস্থাপনের দাবিতে লন্ডনে পররাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১২:০৪:৫৬ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন অনুপম নিউজ টোয়েন্টিফোরের সম্পাদক, পীর হবিবুর রহমান ফাউন্ডেশন ইউকে-র সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী ও সাথীরা।
লন্ডন অফিস : লন্ডনে ‘পীর হবিবুর রহমান ফাউন্ডেশন ইউকে’-র পক্ষ থেকে সিলেটে পীর হবিবুর রহমান পাঠাগার পুনঃস্থাপনের দাবীতে একটি স্মারকলিপি দেয়া হয় সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে।
২ সেপ্টেম্বর স্মারকলিপিটি মন্ত্রীর হাতে তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও অনুপম নিউজ টোয়েন্টিফোরের সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি এম এ করিম এবং ২৬শে টিভির সিইও জামাল আহমেদ খান।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক, ভাষাসৈনিক, সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা পীর হবিবুর রহমানের নামে স্থাপিত সিলেটের গণপাঠাগারটির নাম-নিশানা মুছে ফেলা হয়েছে।
পাঠাগার ঘরটি ভেঙ্গে সেখানে একটি বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। সেটি এখন সিটি কর্পোরেশনের গুদামঘর ও ড্রাইভারসহ অন্যান্য কর্মচারীদের আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ কারণে দেশে ও বিদেশের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ এবং পাঠাগার পুনঃস্থাপনের দাবী অব্যাহত রয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, ‘‘২০০৪ সালের ১৬ ফেব্রুয়ারী বরেণ্য এ নেতা মৃত্যবরণ করেছিলেন। ১৭ ফেব্রুয়ারী জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে রাস্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। ১৯৫২ সালে সিলেট জেলা(বৃহত্তর) সর্বদলীয় রাস্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক বাংলার গান্ধী খ্যাত জননেতা পীর হবিবুর রহমান স্মরণে সিটি কর্পোরেশনের উদ্যোগে ২২ ফেব্রুয়ারী (২০০৪) নগরভবন প্রাঙ্গণে নাগরিক শোকসভা মেয়র বদরউদ্দিন কামরানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক লোকমান আহমদের পরিচালনায় নাগরিক ওই শোকসভায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রবীণ জননেতা আব্দুস সামাদ আজাদ তাঁর স্মৃতিচারণমূলক বক্তব্যে পীর হবিবুর রহমানের নামে সিলেট পৌর পাঠাগারের নামকরণের প্রস্তাব করেছিলেন পরবর্তীতে কোন রাস্তার নামকরণ করা যায় কিনা সেটা নিয়েও মেয়র সাহেবকে ভাবতে বলেছিলেন।
সিলেটের জননন্দিত মেয়র বদরউদ্দিন কামরান জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের কথা রেখেছিলেন। তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে পৌর পাঠাগারের নামকরণ করেছিলেন ‘পীর হবিবুর রহমান পাঠাগার’। জননেতা আব্দুস সামাদ আজাদ মৃত্যুর আগে তাঁর ব্যাক্তিগত পাঠাগারে সংগৃহিত সবগুলো বই এই পাঠাগারে দান করে দিয়ে গেছেন।’’
স্মারকলিপিতে ‘পীর হবিবুর রহমান ফাউন্ডেশন ইউকে’-র পক্ষ থেকে পাঠাগার পুনঃস্থাপনে পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। সিলেট-১ আসনের সংসদ সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাদরে স্মারকলিপিটি গ্রহণ করেন।