সিলেট-৩ : হাবিবের শেষ জনসভায় কেন্দ্রীয় নেতা নানক বললেন..
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২১, ২:১৭:৩৫ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নৌকার মার্কার সমর্থনে শেষ নির্বাচন জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন।
সিলেট অফিস : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করে বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছিলেন জিয়াউর রহমান। সেই লক্ষেই দল গঠন হয়েছিলো স্বাধীনতা বিরোধী শাহ আজিজ আর আব্দুস সাত্তারকে দিয়ে। কিন্তু বাংলাদেশের মানুষ সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।
তিনি বলেন, জিয়াউর রহমান সেনাবাহিনী প্রধান হয়ে সব নিয়মকানুন ভেঙ্গে দল গঠন করেছেন, সংবিধান লংঘন করছেন।
নানক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চান। তিনি সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধুর প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করার আহ্বান জানান।
জাহাঙ্গীর কবির নানক ১ সেপ্টেম্বর বুধবার রাতে দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের উগ্যোদে সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নৌকার মার্কার সমর্থনে শেষ নির্বাচন জনসভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন।
জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়েছ আহমদের পরিচালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও এস.এম কামাল হোসেন, সদস্য আজিজুস সামাদ ডন, মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, সিনিয়র সহ সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি এডভোকেট নিজম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান ও এডভোকেট রঞ্জিত সরকার, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, কৃষক বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হিরা, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, মহানগর আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান রহমান ও বিধান কুমার সাহ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিম, জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, শহিদুর রহমান শাহীন, মহানগর আওয়ামীলীগ নেতা সুদ্বীপ চন্দ্র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, জেলা তাতীলীগের সভাপতি আলমগীর হোসেন সহ জেলা, মহানগর, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।