শাহজাদপুরের এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৪:০৩ অপরাহ্ন
অনুপম নিউজ : সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময় বুধবার রাত ৩ টা ১৩ মিনিটে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমপি হাসিবুর রহমান স্বপন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন