যুক্তরাজ্যে আসতে চায় এমন শত শত আফগানকে নিয়ে আসার চেষ্টা করছে সরকার : বৃটিশ পররাষ্ট্র সচিব
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২১, ১১:০৮:৪৭ অপরাহ্ন
লন্ডন অফিস : আফগানিস্তানে এখনও শত শত নাগরিক এমন আছেন যারা যুক্তরাজ্যের নাগরিক এবং যারা আফগান কিন্তু স্বদেশ ছাড়তে চায়, তারা অপেক্ষায় আছেন যুক্তরাজ্যে পৌঁছবার। আফগান যারা আসতে চান তারা বৃটিশ সরকারের সাথে কাজ করেছেন। অন্য কারণ তারা তালেবান সরকারের অধীনে না থেকে যুক্তরাজ্যে পুনর্বাসিত হতে চান।
যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডোমিনিক রাব বিবিসি ব্রেকফাস্ট-র সাথে আলাপকালে গতকাল বলেন, ‘যারা আসতে পারেন নি, মানে যাদেরকে নিয়ে আসা সম্ভব হয়নি, তারা সপরিবারে সেখানে আছেন। তাদের কাগজপত্রের সমস্যা আছে’।
তবে রাব জোর দিয়ে বলেন, ‘বৃটিশ সরকার এখনও আফগানিস্তান থেকে যোগ্য সকলকে সরিয়ে আনার আশা করছে। তৃতীয় দেশ কয়েকটির সাথে যোগাযোগ করেছে, যে-দেশগুলো যুক্তরাজ্যের রুট হবে ওদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে।’
বৃটিশ সচিব বলেন, ‘বৃটিশ সরকার আশা করে, তালেবান ওই লোকগুলোকে নিরাপদে যুক্তরাজ্যে আসার সুযোগ দেবে। আমরা তাদের আশ্বাসে বিশ্বাস রাখতে চাই’।
রাব জানান, বৃটিশ সৈন্য আফগানিস্তানে দুই দশক থাকাকালে সেই দেশটি সন্ত্রাসীদের ঘাঁটি হিসাবে ব্যবহারের সুযোগ পায় নি। তাছাড়া সেখানে জনগণের ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ, মাতৃমৃত্যু রোধসহ বিভিন্ন কল্যাণমূলক প্রচেষ্টা আমরা নিয়েছি।
ডোমিনিক রাব আরও বলেন, আফগানিস্তান থেকে যুক্তরাজ্য ১৭,০০০ এর বেশি লোককে উদ্ধার করেছে, এর মধ্যে ৫ হাজারেরও বেশি যুক্তরাজ্যের নাগরিক রয়েছে। তিনি বলেন, যুক্তরাজ্যকে আফগানিস্তানে ‘নতুন বাস্তবতার’ মোকাবেলা করতে হবে এবং তালেবানের উপর ‘মধ্যপন্থী প্রভাব’ প্রয়োগের জন্য অন্যান্য জাতির সাথে কাজ করতে হবে।