কেন্দ্রীয় ন্যাপ নেতা সৈয়দ আব্দুল হান্নানের মৃত্যুতে যুক্তরাজ্য জাসদের শোক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২১, ৮:৪৬:৪৭ অপরাহ্ন
লন্ডন অফিস : মুক্তিযুদ্ধের সংগঠক, বৃহত্তর সিলেটের প্রবীণ প্রগতিশীল রাজনীতিবিদ, সৈয়দ আব্দুল হান্নানের মৃত্যুতে যুক্তরাজ্য জাসদের পক্ষ থেকে যুক্তরাজ্য জাসদের সভাপতি এডভোকেট হারুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সদ্য প্রয়াত মরহুম সৈয়দ আব্দুল হান্নান যুক্তরাজ্য ন্যাপের সাধারণ সম্পাদক এবং বিসিএ নেতা সৈয়দ হাসান আহমদ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের শশুর, তাঁর সহধর্মীনি সৈয়দা রেখা ফারুকের পিতা এবং যুক্তরাজ্য জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর মামা। তিনি আজ ৩১ আগস্ট দুপুর ১টা ৫০ মিনিটে সিলেট ওমেন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।