কুয়েত জালালাবাদ এসোসিয়েশন কমিটি বিলুপ্ত ঘোষণা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২১, ৮:৪০:০৩ অপরাহ্ন
কুয়েত প্রতিনিধি : জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করা হয়েছে। জালালাবাদ এসোসিয়েশন ঢাকা কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মুবিন ও এড. জসিম উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এ বিলুপ্তির কথা জানানো হয়েছে কুয়েত প্রবাসী আবদুল হাই মামুন ও মইনুল আল ইসলামকে। চিঠিতে বলা হয়েছে-
‘‘বৃহত্তর সিলেট বিভাগের প্রাচীনতম একটি সামাজিক সংগঠন জালালাবাদ এসােসিয়েশন, ঢাকা। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের সিলেটিদের মধ্যে ভ্রাতৃত্ববােধ, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য জালালাবাদ এসােসিয়েশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
‘‘প্রবাসের অন্যান্য দেশের মত জালালাবাদ এসােসিয়েশন কুয়েত একটি এফিলিয়েটেড ও স্বীকৃত সংগঠন। অনিবার্য কারণ বশতঃ জালালাবাদ এসােসিয়েশন কুয়েতের অনুমােদিত কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করা হল। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জালালাবাদ এসােসিয়েশন কুয়েত কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত এবং এসােসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।’’
গত ২২ আগস্ট এ চিঠি পাঠানো হয়।
জানা যায়, নিয়ম অনুযায়ী কমিটিগুলোর মেয়াদ দুই বছরের জন্য হয়ে থাকে। বর্তমান জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়াতে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কুয়েতে বসবাসরত সকল সিলেট প্রবাসীদের সম্মতি ও অংশগ্রহণের মাধ্যমে আবার নতুন কমিটি ঘোষণা হবে।