দেশে করোনায় মৃত্যু আরও ৯৪ জনের, নতুন শনাক্ত ৩,৭২৪, সুস্থ হয়েছেন একদিনে ৬,১৮৬ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২১, ৭:৪৪:০১ অপরাহ্ন
অনুপম নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এসবসহ দেশে মোট প্রাণহানি হয়েছে ২৬ হাজার ১০৯ জনের। এ ছাড়া নতুন করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭২৪ জনের। মোট শনাক্ত বেড়ে ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে দাঁড়াল।
আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৭ শতাংশ। নতুন করে সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।
এর আগে গতকাল রবিবার করোনায় ৮৯ জনের মৃত্যু হয়। সেদিন করোনা শনাক্ত হয় ৩ হাজার ৯৪৮ জনের।