বৃটেনের রানী স্কটিশ পার্লামেন্টের ষষ্ট অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২১, ৫:২৪:৫৬ অপরাহ্ন
বৃটেনের রানী এ্যালিজাবেথ দ্বিতীয় চলতি বছরের জুন মাসে স্কটট্যান্ডে হলিরুড প্রাসাদের সামনে।
অনুপম লন্ডন অফিস : বৃটেনের রানী এ্যালিজাবেথ দ্বিতীয় স্কটিশ সংসদের ষষ্ঠ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। আগামী ২ অক্টোবর এ অধিবেশনের তারিখ নির্ধারিত। এতে মহামারী চলাকালীন ‘লোকাল হিরোদের’ আন্তরিক প্রয়াসের প্রশংসা করে স্কটিশ এমপিদের উদ্দেশে ভাষণ দেবেন রানী।
এতে এছাড়াও অংশ নেবেন প্রিন্স চার্লস এবং তার স্ত্রী ক্যামিলা, যারা স্কটল্যান্ডে ডিউক এবং ডাচেস অফ রোথেস হিসাবে পরিচিত।
হলিরুড প্রিসাইডিং অফিসার অ্যালিসন জনস্টোন বলেছেন, তারা সম্মানিত বোধ করছেন এ কারণে যে রাজকীয় অতিথিরা তাদের সাথে যোগ দেবেন এই নতুন অধ্যায়ের সূচনাপর্বে।
তিনি বলেন, গত দেড় বছর খুব চ্যালেঞ্জিং ছিল। আমরা আনন্দের সাথে অপেক্ষা করছি, মহামারির দুর্দিনে সমগ্র স্কটল্যান্ডের যেসব ‘লোকাল হিরো’ নিজেদের মানুষদের জন্যে যে ধরনের আন্তরিক প্রচেষ্টা চালিয়েছেন, এর স্বীকৃতি দেয়া ও তাদেরকে সাথে নিয়ে উদযাপন করার আয়োজন সফল করতে।