সিলেটে করোনা শনাক্ত বেড়েছে, মৃত্যু ৭, সুস্থ হয়েছেন ২৬৯ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২১, ১:০৩:৩১ অপরাহ্ন
সিলেট অফিস : দু’দিন ধরে আবার বেড়েছে নতুন শনাক্তের হার সিলেট বিভাগে। গেল চব্বিশ ঘন্টায় এ হার বিশ শতাংশ ছাড়িয়ে গেছে। একই সময়ে মারা গেছেন আরো ৭ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত ৭ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৬ জন সিলেটের, অপরজন মৌলভীবাজারের।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৯০ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৩৫ জনসহ সিলেটে শনাক্তের সংখ্যা ৮০। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১২ জন, হবিগঞ্জের ১৫৯ জন এবং মৌলভীবাজার জেলার ৩৯ জন।
১৩৯৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২০.৭৭ ভাগ।
সবমিলিয়ে বিভাগে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫২ হাজার ৮১৪ জনে দাঁড়িয়েছে। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৪৫৫৩ জনসহ সিলেট জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ৫৬৩ জন শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জে ৬ হাজার ৮১ জন, হবিগঞ্জে ৬ হাজার ৪৪৩ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৭২৭ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ২৫৯ জন। সবমিলিয়ে সুস্থতার সংখ্যা ৪৩ হাজার ৩৩১ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৭১ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।



