কাবুল : একদিকে রকেটের আঘাত অন্যদিকে আমেরিকার ড্রোন হামলা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২১, ১০:১৯:৩১ অপরাহ্ন
কাবুল বিমান বন্দরের একটি চেক পয়েন্টে যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা।
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : দুটি ঘটনা ঘটলো কাবুল বিমান বন্দরের কাছে আজ। একটি হলো রকেট হামলা বিমান বন্দরের পাশে একটি বাড়িতে। তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তিনি জানান, বিমানবন্দরের কাছেই একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে। খবর রয়টার্সের।
অন্যটি আমেরিকা বিমান হামলা করলো একটি গাড়ির উপর, যে-গাড়িটিতে আত্মঘাতি শক্তিশালী বোমা নিয়ে যাচ্ছিল কাবুল বিমান বন্দরে বিস্ফোরণ ঘটানোর জন্যে।
তালেবান নেতা জাবিহুল্লাহ মুজাহিদ সাংবাদিকদের মেসেজ দিয়ে জানান, যে-গাড়ি বিস্ফোরক নিয়ে বিমান বন্দর যাচ্ছিল, আমেরিকান বিমান হামলায় টার্গেট করা হয় সেই গাড়িটিকে।
বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের কাছেই একটি আবাসিক ভবনের ছাদ থেকে কালো ধুয়া উড়ছে। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র নেভি ক্যাপ্টেন বিল আরবান জানান, ‘আমরা সফলভাবে বড় আকারে বোমা হামলার জন্যে যেতে থাকা গাড়িটিকে আঘাত করতে সক্ষম হয়েছি।’