আফগান শরণার্থীদের জন্যে যুক্তরাজ্যে যেসব ব্যবস্থা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২১, ১১:২১:৪৯ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি : যুক্তরাজ্য সরকারের তরফ থেকে আফগান শরণার্থীদের জন্য যেসব ব্যবস্থা নেয়া হয়েছে সেগুলো হলো:
অফিসিয়াল ফ্লাইটে এলেন যারা, তারা হোটেলে ১০ দিনের কোভিড কোয়ারেন্টাইনে থাকবেন।
সরকারি কর্মকর্তা এবং স্থানীয় কর্তৃপক্ষ তাদের স্থায়ী বাড়ি খুঁজে বের করার চেষ্টা করে দিবে।
উপযুক্ত আবাসনের অভাব হলে অনেককেই হোটেলে রাখা হবে।
কেউ কেউ শরণার্থীর মর্যাদা পাবে এবং যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে পারবে ।
অন্যরা যুক্তরাজ্যে বসবাস ও কাজ করার জন্য পাঁচ বছরের ভিসা পাবেন এবং স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন ।
স্বাধীনভাবে আসা আফগানরা আশ্রয়ের জন্য স্বাভাবিক ব্যবস্থার আওতায় থাকবেন, যেখানে ৭০ হাজার লোকের ব্যবস্থা করার কাজ বাকী আছে এখনও। এই লোকেরা তাদের দাবি বিবেচনা করার সময়টুকুতে স্থায়ী হতে বা কাজ করতে পারবেন না ।