কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর মরদেহ বাংলা একাডেমিতে নেয়া হচ্ছে আজ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২১, ৮:১২:২৪ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি : সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্যে আজ রোববার (২৯ আগস্ট) কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর মরদেহ নেওয়া হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে৷ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলা একাডেমিতে বুলবুল চৌধুরী মরদেহ রাখা হবে৷
জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে বুলবুল চৌধুরী শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ তিনি দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। ছয় মাস আগে বুলবুল চৌধুরীর ক্যান্সার ধরা পড়ে।
এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলমের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। কিন্তু ক্যান্সার তার শ্বাসযন্ত্রে ছড়িয়ে পড়ে।
বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রথম লেখা বের হয় ১৯৬৭ সালে। আর তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ টুকা কাহিনী।
সাহিত্যকর্মের জন্য ২০২১ সালে বুলবুল চৌধুরী একুশে পদক লাভ করেন। আর বাংলা একাডেমি পুরস্কার পান ২০১১ সালে। এ ছাড়া তিনি হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, জসীমউদ্দীন স্মৃতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।
লেখালেখির বাইরে পেশাগত জীবনে বুলবুল চৌধুরী সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। কাজ করেছেন দেশের প্রথম সারির বিভিন্ন দৈনিকে।