যুক্তরাজ্যে প্রবেশে রেড অ্যালার্ট নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২১, ২:২৩:২১ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাজ্যে প্রবেশে বাংলাদেশের নাগরিকদের জন্য জারি করা রেড এলার্ট বিষয়ে দেশটির সরকারের সাথে আলোচনা করা হবে।
শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ -বিআইআইএসএস মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ড. মোমেন বলেন, লন্ডন সফরকালে ব্রিটিশ ফরেন সেক্রেটারি ডমিনিক রাবের সাথে আমার বৈঠক হবে। যুক্তরাজ্য আমাদের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে রেড অ্যালার্ট দিয়ে রেখেছে। বিষয়টি নিয়ে তার সাথে আলোচনা করবো। আমাদের চেয়ে ভারতে করোনায় লোক মারা গেছে বেশি। তাদের কিন্তু রেড অ্যালার্ট দেওয়া হয়নি।
যুক্তরাজ্যের সরকারের সম্প্রতি প্রকাশ করা মানবাধিবার রিপোর্টের বিষয়ে আলোচনা করবেন কি-না এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য সরকারের উচিত সঠিক তথ্য যাচাই বাছাই করে কোনো রিপোর্ট তৈরি করা। কিন্তু তারা মিডিয়ার ওপর ভর করে রিপোর্ট তৈরি করে। এটা গ্রহণযোগ্য নয়।
প্রসঙ্গত, রবিবার (২৯ আগস্ট) ইউরোপের তিন দেশ- যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস সফরে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।