আফগানিস্তান : লোক সরানোর বৃটিশ শেষ ফ্লাইট কাবুল ছেড়ে গেছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২১, ১০:৩১:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বৃটেনের তরফ থেকে আফগান নাগরিকদের সরানোর শেষ ফ্লাইটটি ছেড়ে গেছে কাবুল বিমান বন্দর। এখন কেবল বাকী আছে কিছু বৃটিশ সেনা ও কূটনীতিকদের ফিরিয়ে নেওয়ার। রয়ে গেছে শত শত আফগান নাগরিক যারা আশায় ছিলেন এতোদিন বৃটেনে গিয়ে পুনর্বাসিত হওয়ার। কারণ তারা তালেবানের হাত থেকে বাঁচার জন্যে স্বদেশ ছেড়ে যেতে চান।
বৃটিশ সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল স্যার নিক কার্টার জানান, ‘এটা ‘হৃদয়বিদারক’ ব্যাপার যে, তারা সবাইকে উদ্ধার করতে সক্ষম হইনি আমরা। তিনি বলেন, যুক্তরাজ্যে আসার যোগ্য শত শত আফগান আফগানিস্তানে রয়ে গেছে’।
উল্লেখ্য, বিদেশি সেনারাও চাপে আছেন এ কারণে যে, তাদেরকে আফগানিস্তান ত্যাগের জন্য ৩১ আগস্টের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
ওদিকে, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের রাজধানীর বিমানবন্দরটি পরিচালনা করছে, যেখানে বৃহস্পতিবার একটি আত্মঘাতী বোমা হামলায় আমেরিকান ১৩ সৈন্যসহ ১৭৫ জন নিহত হয়েছে। নিহতদের মাঝে দুজন ব্রিটিশ নাগরিক এবং একজন ব্রিটিশ নাগরিকের সন্তান রয়েছে।
হামলায় নিহতদের মধ্যে মুহাম্মদ নিয়াজি ছিলেন। তিনি লন্ডনের একজন ট্যাক্সি চালক। তার পরিবারকে বিমানবন্দরে ঢুকতে সাহায্য করার জন্য তিনি আফগানিস্তানে গিয়েছিলেন।
নিয়াজির ভাই আবদুল হামিদ জানান, মি: নিয়াজির স্ত্রী এবং তার দুই সন্তান এখনও নিখোঁজ। বিস্ফোরণের পর গুলি চলার সময় নিহত হয়েছেন নিয়াজি।
শুক্রবার, প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৩ আগস্ট থেকে যুক্তরাজ্য কাবুল থেকে ১৪,৫৪৩ জনকে সরিয়ে নিয়েছে। আফগানিস্তানে ব্রিটিশ রাষ্ট্রদূত, স্যার লরি ব্রিস্টো, যিনি উদ্ধার কাজে সাহায্য করছিলেন, টুইট করেন এই মর্মে যে ‘প্রায় ১৫,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, এখনই এই উদ্ধার অভিযান পর্ব বন্ধ করার সময়’।
তবে তিনি জানান: ‘কিন্তু যাদের ভিসা এখনও প্রয়োজন তাদের আমরা ভুলে যাইনি। তাদের সাহায্য করার জন্য আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।’
উল্লেখ্য, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস শুক্রবার বলেছিলেন, দেশটি আফগানদের সরিয়ে নেওয়ার শেষ সময়ে পৌঁছেছে। কেবলমাত্র কাবুল বিমানবন্দরের ভিতরে থাকা লোকদেরই নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে।