ব্রিটেনে পুনর্বাসনের অপেক্ষায় থাকা শত শত আফগানদের না নিয়েই উদ্ধার শেষ করছে ব্রিটিশ সেনারা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২১, ৬:৩৭:৫৬ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক নিউজ : আজ শনিবার শেষ হচ্ছে ব্রিটিশ সেনাদের দ্বারা আফগানিস্তান থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ। ফলে ব্রিটেনে পুনর্বাসনের জন্যে অপেক্ষমান শত শত আফগানদের আর যাওয়া হবে না হয়ত। জানিয়েছেন বৃটেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল নিক কার্টার। খবর রয়টার্সের।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস শুক্রবার বলেছিলেন, দেশটি আফগানদের সরিয়ে নেওয়ার শেষ সময়ে পৌঁছেছে। কেবলমাত্র কাবুল বিমানবন্দরের ভিতরে থাকা লোকদেরই নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে।
কার্টার বিবিসিকে বলেন, ‘আমাদের কিছু বেসামরিক ফ্লাইট ছিল, কিন্তু এখন তা খুবই কম হয়ে গেছে। ‘তিনি বলেন, ‘আমরা উদ্ধার কাজের শেষ প্রান্তে পৌঁছেছি, আজ পর্যন্ত চলবে। এবং তারপর আমাদের সৈন্যদেরকে অবশিষ্ট বিমানে নিয়ে আসতে হবে।’
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার গভীর রাতে বলেছে, তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দুই সপ্তাহে ১৪.৫০০-র বেশি আফগান এবং ব্রিটিশ নাগরিককে সরিয়ে নিয়েছে।