একজন ‘আমিরুল মুমিনিন’-র নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চাচ্ছে তালেবান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২১, ৩:০২:১১ অপরাহ্ন
আফগানিস্তানের পার্লামেন্ট
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : একজন ‘আমিরুল মুমিনিন’-র নেতৃত্বে আফগানিস্তান দখলে নেওয়া তালেবান সমন্বিত তত্ত্বাবধায়ক সরকার গঠনের চেষ্টা করছে। বহু নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত করেই একটি তত্ত্বাবধায়ক সরকার বানানোর চিন্তা করছে সংগঠনটির নেতারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গোষ্ঠীটির একাধিক নেতা আশ্বাস দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকারে আফগানিস্তানের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা থাকবেন।
দোহায় ২০২০ সালে তালেবান নেতাদের সাথে শান্তি আলোচনা।
যদিও নতুন এ সরকারের মেয়াদ কতদিনের হতে পারে, সে সম্পর্কে তাৎক্ষণিক কোনো ধারণা পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।
জাতিগত বৈচিত্র্যই আফগানিস্তানের রাজনীতি ও দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাতের কেন্দ্রে অবস্থান করছে। ৪ কোটি জনসংখ্যার দেশটির ৪২ শতাংশ পশতুন, তারাই মুলত দেশটির সবচেয়ে বড় জাতিগোষ্ঠী। প্রধানত সুন্নি মুসলিম এই সম্প্রদায়ের লোকজন পশতু ভাষাভাষী। অষ্টাদশ শতক থেকে আফগান রাজনীতিতে তাদের প্রভাব সবচেয়ে বেশি।
তালেবান নেতাদের বরাতে জানা যায়, তাদের তত্ত্বাবধায়ক সরকারে একজন ‘আমিরুল মুমিনিন’ থাকবে। তার নেতৃত্বে পরিচালিত হবে ইসলামিক আমিরাত অব আফগানিস্তান।