পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সুইজারল্যান্ড, ন্যাদারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যাচ্ছেন আজ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২১, ১১:৩০:৩৩ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ইউরোপের তিনটি দেশ সফরে যাচ্ছেন আজ শনিবার।
মন্ত্রী সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ডে যাবেন এই সফরে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় এলডিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠক আগামী ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী মোমেন এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
আগামী জানুয়ারিতে কাতারের দোহায় এলডিসির পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনকে সামনে রেখে এবার জেনেভায় এই রিভিউ বৈঠকটি হতে যাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী আগামী ৬ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন ফোরামের বৈঠকে যোগ দেবেন।
জেনেভা ও হেগে যাওয়া-আসার সময় ইংল্যান্ডের লন্ডনে যাত্রাবিরতি করবেন ড. মোমেন। লন্ডনে অবস্থানকালে ব্রিটিশ ফরেন সেক্রেটারি ডমিনিক রাবের সঙ্গে তার বৈঠক হবে। আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।